নালিতাবাড়ীতে ইউএনও পরিবর্তন: মাসুদ রানা বকশীগঞ্জে, আসছেন ফারজানা আক্তার ববি
তাওহিদুজ্জামান রোমান, বার্তা সম্পাদক: নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নালিতাবাড়ীতে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ফারজানা আক্তার ববি।
মাসুদ রানা তার দায়িত্ব পালনকালে নালিতাবাড়ীর প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে বিশেষ ভূমিকা রেখেছেন। তার সময়ে উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নানা উদ্যোগ প্রশংসিত হয়েছে।
নতুন ইউএনও ফারজানা আক্তার ববি এর আগে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বারহাট্টায় শিক্ষা, স্বাস্থ্য, ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
নালিতাবাড়ীর নবনিযুক্ত ইউএনও হিসেবে ফারজানা আক্তার ববি তার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উপজেলাবাসীর উন্নয়নে নতুন দিক উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?