বিশ্ব ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা জারি
নাজমুল হুদা, গাজীপুর জেলা প্রতিনিধি
মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ গন জমায়েত বিশ্ব ইজতেমার ময়দানে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত প্রায় বিশ জনের মত আহত হয়।
গাজীপুর টঙ্গী ইজতেমা ময়দানে এই হামলার পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এক গনবিজ্ঞপ্তি মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করে।
এ নিষেধাজ্ঞায় তিন কিলোমিটারের মধ্যে দুজনের বেশি লোক একত্রিত হয়ে জমায়েত সৃষ্টি করতে পারবে না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনার কে প্রদত্ত ক্ষমতা বলে ১৮/১২/২৪ তারিখ ০২:০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ দেওয়া আগ পর্যন্ত তিন কিলোমিটারে মধ্যে এই আদেশ বলবৎ থাকবে।
আদেশে বিশ্ব ইজতেমা ময়দানে জনসাধারণ প্রবেশ নিষেধ করা হয়েছে।তিন কিলোমিটারে মধ্যে ২ জনের বেশি লোকের জমায়েত নিষেধ করা হয়েছে।অস্ত্র,বিস্ফোরক দ্রব্য,লাটি সোটা ব্যবহার নিষেধ করা হয়েছে।লাউডস্পিকার সহ কোনপ্রকার উচ্চস্বরে শব্দে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে।
What's Your Reaction?