ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে, ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ঝিনাইগাতীতে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটি এলাকায় এ আলোচনা সভা হয়। এর আগে প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মঞ্জুরুল হক, সাবেক ছাত্রনেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের সভাপতি সোলতান আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হাসিন আরমান মাসুদ, ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন এবং ব্যবসায়ী লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তির প্রতিবাদে দলীয়ভাবে আরও সক্রিয় হতে হবে এবং কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সেইসঙ্গে দীর্ঘদিন দলের বিভিন্ন দায়িত্বে থাকা এবং জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
What's Your Reaction?






