রামগঞ্জে কালভার্ট নির্মাণে গাফিলতি, চরম জনদুর্ভোগ
মোঃ নাছির উদ্দিন || রামগঞ্জ উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের পাঠান বাড়ির মসজিদ সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ কালভার্ট নির্মাণে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের অবহেলার কারণে কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন শিশু, নারী ও বয়স্কসহ সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, মসজিদ, বাড়িঘর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারে এই কালভার্টটি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু কাজ অসম্পূর্ণ ও অব্যবস্থাপনার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। জনদুর্ভোগ উপেক্ষা করে এ ধরনের দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা। এলাকাবাসী দ্রুত কালভার্টটির নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন করা এবং দায়ী ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।