মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি:শিবগঞ্জ উপজেলার মোকামতলার অনন্তপুর গ্রামে নতুন সড়কের উদ্বোধন করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা (যুগ্মসচিব)। বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং মোকামতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম।
স্থানীয়দের মতে, এ রাস্তা চালু হওয়ায় গ্রামীণ জনপদের মানুষদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। পাশাপাশি কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহনে সহজতা আসবে।
জেলা প্রশাসক হোসনা আফরোজা উদ্বোধনকালে বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সরকারের অগ্রাধিকার। এই সড়ক শুধু যাতায়াত নয়, এলাকার অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করবে।”