
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আশাদুল ওরফে বিয়া (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এই ঘটনা আজ ভোরে (১১ অক্টোবর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে ঘটে। নিহত আশাদুল কোলা পালশা গ্রামের আব্দুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আশাদুলসহ ৫-৬ জন ডাকাত একটি ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে ডাকাতি করতে যায়। পরিবারের সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এসে আশাদুলকে হাত-পা বেঁধে মারধর করেন। আশাদুল গুরুতর আহত হলে তাকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
-রাণীনগর থানা প্রতিনিধি ,জনগণের কন্ঠ.কম