
মিহাদুল ইসলাম, প্রতিনিধি বদলগাছি নওগাঁ।
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পালশা গ্রামে সংঘটিত ভয়াবহ হামলার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ হাসান (রাজমিস্ত্রী) ও তার দুই পুত্র আশফাকুজ্জামান বিপুল ও রাজু দীর্ঘদিন ধরে চাকরি, জমি ও আর্থিক প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল।
গত ২ অক্টোবর ২০২৫, তারা শান্তিপ্রিয় রিকশাচালক সিরাজের উপর ধারালো অস্ত্র দিয়ে নৃশংস হামলা চালায়।
শুধু তাই নয় ‘আশফাকুজ্জামান বিপুল’ মন্ত্রণালয়ে চাকরি করেন বলে বিয়ে করেছিলেন, পরে তার স্ত্রী জানতে পারেন বিষয়টি মিথ্যা।
সত্য জানার পর আশফাকুজ্জামান বিপুল এর স্ত্রী তাকে তালাক দেন।
স্থানীয় জনগণ জানিয়েছেন, এই পরিবারটি এলাকায় দীর্ঘদিন ধরে প্রতারণা, ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
তারা দ্রুত এই ঘটনার বিচার ও হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।