মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শিবগঞ্জ থানা পুলিশ রাজুকে গ্রেপ্তার করলেও তার স্বজন ও অনুসারীরা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ সময় তিনি হ্যান্ডক্যাপসহ পালিয়ে যান, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এরপর যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়।