মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:-বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) ও শেরপুর থানায় বরাদ্দকৃত দুইটি ডাবল কেবিন পিকআপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া।
রোববার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পিকআপ দুটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে চাবি হস্তান্তর করেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) এবং অফিসার ইনচার্জ (ওসি), শেরপুর থানার নিকট।
এসময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবার কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যেই এই যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। আধুনিক যানবাহন সংযোজনের ফলে মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।”
তিনি আরও বলেন, “বগুড়া জেলা পুলিশের প্রতিটি সদস্যই জনগণের সেবায় নিবেদিতপ্রাণ। আমাদের লক্ষ্য — একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বগুড়া গড়ে তোলা।”
নতুন এই ডাবল কেবিন পিকআপ দুটি যুক্ত হওয়ায় শিবগঞ্জ সার্কেল ও শেরপুর থানার টহল ও জরুরি সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।