মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্দেশনায় আয়োজিত মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হামলার ঘটনার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করার অপচেষ্টা আর বরদাশত করা হবে না। তারা অবিলম্বে ওসমান শরিফ হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।
সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।