Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার নন্নী উত্তরবন্দ ঈদগাহ মাঠে এ কর্মী সমাবেশে প্রায় দুই হাজার নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
নন্নী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নয়াবিল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়াবিল ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান।
ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কামাল মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বিএনপি নেতা ও সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, সহ-সভাপতি আবুল কালাম মেম্বার, মোফাচ্ছেল হোসেন, ইসকন্দার আলী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. আ. জলিল, সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন যুবদল নেতা রাসেল সরকার, নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসাইন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন নন্নী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হামিদুল ইসলাম মাস্টার, সাবেক আহ্বায়ক, কালাকুড়া নেসারিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাজী আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো. শাহীন আলম, ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল ইসলাম উজ্জল, হাফিজুর রহমান, মাসুদ রানা, আজিম মোল্লা, রোকনুজ্জামান রাসু, মিনহাজ মোরসালিন মুক্তা, মাহবুব, রুবেলসহ অন্যান্য নেতা ও সমর্থকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাফিজুর রহমান, সোহেল মিয়া, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির প্রমুখ।
সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।