Oplus_131072
আনোয়ার উল্লাহ শরিফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫
ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি মাদরাসা-ই-আলিয়া ঢাকার অধ্যাপক রেজাউল করিম খন্দকারকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। একই সময়ে তারা ঐ এলাকার মাদরাসার সহকারী শিক্ষক আবু তাহের মিয়াকেও কুপিয়েছে।
রোববার (১৭ আগস্ট) তারা দক্ষিণ আইচা বাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠানোর পর অধ্যাপক রেজাউল করিম খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী আবু তাহের বলেন, আমি এবং রেজাউল করিম কচ্ছফিয়া বাজারে আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করে জোহর নামাজের জন্য মসজিদে প্রবেশ করার সময় স্থানীয় আমিন মিয়ার ছেলে যুবদল নেতা আবুল হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন দেশি অস্ত্র দিয়ে আমাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আমাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠিয়ে দেয়।
স্থানীয়রা বলেন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপে বিভক্ত হয়ে স্থানীয়রা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। হামলার শিকার দুজনই নয়ন গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত আছেন।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম গ্রুপের সাবেক সভাপতি ফারুক মিয়া সাংবাদিকদের বলেন, এ হামলার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ থাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
দক্ষিণ আইছা থানার অফিসার ইনচার্জ বলেন, এখন পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি। মামলা করলে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের কন্ঠ.কম