আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কণ্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৫
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ঐতিহ্যবাহী টিবি স্কুল মাঠে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় চরফ্যাশন উপজেলায় ঐতিহ্যবাহী টিবি স্কুল মাঠে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইত্যাদি জগতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে যিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন একাধারে তিনি উপস্থাপক, পরিচালক ও লেখক ‘হানিফ সংকেত’।
এছাড়াও আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলার কৃতি সন্তান ভোলা জেলার গৌরব এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলার আরেক কৃতি সন্তান নাটক অভিনেতা তৌসিফ মাহমুদ ও আখি আলমগীর সহ অন্যান্য মেহমানবৃন্দ।
বাংলার সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই ইত্যাদির এই ভিন্নধর্মী আয়োজন। স্থানীয়দের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল এবং সকলে তা আনন্দের চিত্তে উপভোগ করেছে। অনুষ্ঠানে ভোলা জেলার ঐতিহ্য গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয়েছে। যা আগামী ২৯ আগস্ট বিটিভি চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
জনগণের কন্ঠ.কম