বগুড়ার শিবগঞ্জে বিএনপির মহিলা সমাবেশ
মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি ঃবগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রবিবার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে এলাকার হাজারো নারী কর্মী ও নেত্রীবৃন্দ যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেল সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহবুব আলম মানিক ও বুলবুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক তজমেরী তুহিন, বিএনপি নেতা আব্দুল করিম, হারুনুর রশিদ, ফারুক আহম্মেদ, আবু তাহের, ছামছুন্নাহার, খাদিজা আক্তার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, সেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান ও মীর মুন।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদেরকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারী সমাজের ভূমিকা অপরিসীম। পাশাপাশি নারী কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান বক্তারা।