নওগাঁয় সড়কে ঝরলো এক মোটরসাইকেল চালকের প্রা/ণ। এ দূর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধারাত পনে ৮ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহা-সড়কের মান্দা থানাধীন সতীহাট এলাকার পঞ্চমী তলার মোড় নামক স্থানে। নিহত মোটরসাইকেল চালক হলেন, নওগাঁর আত্রাই উপজেলার সালিতা গ্রামের আনিছার রহমানের ছেলে মাসুদ রানা (৪৩)। স্থানিয় সুত্র জানায়, মাসুদ রানা মোটরসাইকেল যোগে মহা-সড়ক দিয়ে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় সামনের দিকথেকে আসা একটি প্রাইভেট কারের হাই ভোল্টের সাদা আলো তার চোখে লাগার কারনে সে সামনের কিছু দেখতে না পেয়ে তার সামনে থাকা গাছের ডালবাহী একটি ভ্যানের পেছনে গাছের ডালের সাথে ধাক্কা লাগে এবং মাথায় আঘাত লেগে দূর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন স্থানিয়রা।