মো: গোলাম রব্বানী তালুকদার
♦বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে গণসংযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোকামতলা, সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।বিকাল ৪টায় মোকামতলা বন্দরে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু করেন মান্না। পরে সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর বাজার ও হাবিবপুর এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় দেউলী ইউনিয়নের গাংনগর ও রহবল বন্দরে পথসভায় বক্তব্য দিয়ে দিনব্যাপী গণসংযোগ শেষ করেন।পথসভায় মান্না বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতি আজ মানুষকে দিশেহারা করে তুলেছে। অথচ রাষ্ট্রের সম্পদ কিছু গোষ্ঠীর হাতে বন্দি। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের কথা বলে অথচ জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, তারা জনগণের বন্ধু নয়। পরিবর্তনের মূল শক্তি হলো সাধারণ মানুষ। নাগরিক ঐক্য জনগণের শক্তির ওপর বিশ্বাস করে।”গণসংযোগে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নেতা সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, মাববুব মোর্শেদ হীরা, হারুনুর রশিদ, রুহুল আমিন, আমিনুর রহমান পাপুল, আল আমিন, আবুল কাশেম, আনারুল ইসলাম, সাজু মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া যুবঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার, সাধারণ সম্পাদক তৌহিদসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভিড় জমিয়ে নেতার বক্তব্য শোনেন ও তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।