শিবগঞ্জে বাঘমারা মাদ্রাসার শিক্ষককে সংবর্ধনা
মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া):
শিক্ষক সমাজই জাতির পথপ্রদর্শক। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের আলোকিত জীবনের পথে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করেন, অবসর সময়ে তাঁদের সম্মান জানানো সমাজের দায়িত্ব। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার বাঘমারা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শামছুল আলমের অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক ছাত্র ও স্থানীয় বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আজিজুল বারী লিটন। সভায় বক্তারা বলেন, মাওলানা শামছুল আলম ছিলেন নিবেদিত প্রাণ একজন শিক্ষক। তিনি দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার ও আদর্শ জীবন গঠনে বিশেষ ভূমিকা রাখেন। শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, বরং ছাত্র-ছাত্রীদের জীবন ঘনিষ্ঠ পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলী, সাবেক ছাত্র এমদাদুল হক, ওমর ফারুক, ইমরান হোসেন, হানজালা রহমান, হারুনুর রশিদ, লিটন, শাহাদত হোসেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাংবাদিক রবিউল ইসলাম রবি, রফিকুল ইসলাম ও ওয়াসিম আকন্দ। বক্তারা বলেন, একজন ভালো শিক্ষক প্রজন্মকে বদলে দিতে পারেন, আর মাওলানা শামছুল আলম ঠিক তেমনই একজন আদর্শ শিক্ষক ছিলেন।অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, তাঁর শিক্ষা ও দিকনির্দেশনা আগামীতেও প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শেষে মাওলানা শামছুল আলম দোয়া কামনা করে বলেন, “আমি চেষ্টা করেছি আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে। হয়তো সব কিছু নিখুঁতভাবে করতে পারিনি, তবুও আপনাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”অনুষ্ঠান শেষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।