প্রতিবেদন জনগণের কন্ঠ.কম প্রতিনিধি:
অদ্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীর তত্ত্বাবধানে নওগাঁ জোনের সম্মানিত ডায়নামিক দূরদর্শী জোনাল ব্যবস্থাপক জনাব মোঃ রুহুল আমিন মহোদয়ের সভাপতিত্বে এবং সঞ্চালনায় নওগাঁ শহরের বাংলাদেশ পুলিশ রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফের হলরুমে নওগাঁ জোনের ব্যবস্থাপকদের নিয়ে দিনব্যাপী ‘Legal Aspects in General Banking and Credit’ শীর্ষক এক Outreach Training Workshop পরিচালিত হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার মহোদয়, এছাড়াও বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, নওগাঁ জজ কোর্ট জনাব মোঃ আহসান হাবীব মহোদয় উপস্থিত থেকে অর্থ ঋণ আদালত আইন ২০০৩ (সংশোধনি সহ) এর উপরে বিশদ একটি সেশন পরিচালনা করেন। উক্ত ওয়ার্কশপে জেলা প্রসাসন এবং পুলিশ প্রশাসনের আরও কর্মকর্তা উপস্থিত থেকে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সম্মানিত মহাব্যবস্থাপক (প্রশাসন ও রাজশাহী বিভাগীয় অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আতিকুল ইসলাম মহোদয় উক্ত ওয়ার্কশপে উপস্থিত থেকে দিনশেষে সারাদিনের আলোচিত আইনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠে বাস্তবায়ন প্রসংগে প্রায়োগিক দিক নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন। সম্মানিত জোনাল ব্যবস্থাপক স্যারের পক্ষ থেকে আয়োজিত এ ওয়ার্কশপ অত্যন্ত প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক ছিলো যা জোনের ব্যবস্থাপকদের জন্য এক পরম পাওয়া। ধন্যবাদ সম্মানিত প্রিয় জোনাল ব্যবস্থাপক জনাব মোঃ রুহুল আমিন স্যারকে এতো সুন্দর করে সফল আয়োজনের জন্য। ধন্যবাদ ব্যাংক ব্যবস্থাপনাকে ঘরে এসে শিক্ষাদানের জন্য। আরও ধন্যবাদ সম্মানিত অনুষদ সদস্য জনাব মোঃ রেজাশাহ্ ওমর চৌধুরী স্যারকে সারাদিন লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য।।