
মাওলানা রেজাউল করিম নওগাঁ
জেলা প্রতিনিধি,
নওগাঁ জেলার বদলগাছি উপজেলার মথুরা পুর ইউনিয়নের অন্তর্গত গোবরচাপা বাজার জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক কর্মীসভার আয়োজন করা হয়, উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির জনাব মাওলানা আলতাব হোসেন সাহেব। উক্ত কর্মীসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও নওগাঁ জেলা বায়তুল মাল সম্পাদক আরো বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হোসাইন সাহেব নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,বদলগাছী, নওগাঁ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজলিসে শুরা সদস্য ঢাকা দক্ষিণ মহানগরীর আমির বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মাহফুজুর রহমান সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ৪৮ নওগাঁ-৩( বদলগাছি মহাদেবপুর) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের ভিতরে বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই
বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে এই স্লোগানকে ধারণ করে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি—আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব আসলেই দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে। ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই মানুষ পাবে প্রকৃত শান্তি ও নিরাপত্তা।
আসুন, আমরা সবাই মিলে সৎ নেতৃত্বের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে ঐক্যবদ্ধ হই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ সহ আরো অনেকেই।