ফিরোজ হোসাইন নওগাঁ জেলা প্রতিনিধি;
নওগাঁয় ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের নিচে চাপাপড়ে রায়হান (১৮) নামে এক যুবক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে রবিবার ২৮ সেপ্টেম্বর বিকেল ৪ টারদিকে নওগাঁর মান্দা উপজেলার বিলকরিলা গ্রামে। নিহত ট্রাক্টর চালক রায়হান হলেন, একই উপজেলার বাড়ইপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। ট্রাক্টর চালক রায়হান বিলকরিলা গ্রামের কৃষক মাইনুলের জমি চাষ করছিলেন। স্থানিয়দের ধারনা, জমি চাষের কোন এক সময় চালক রায়হান ট্রাক্টর থেকে ট্রাক্টরের নিচে চাপাপড়ে ও ট্রাক্টরের হাল চাষের ফালার সাথে পেচিয়ে ক্ষত-বিক্ষত মৃত অবস্থায় জমিতে পড়ে ছিলেন। এক পর্যায়ে পাশের জমিতে কাজ করা লোকজন চালক বিহীন ট্রাক্টর চলা দেখে ট্রাক্টরের কাছে গিয়ে ক্ষত-বিক্ষত অবস্থায় ট্রাক্টর চালক রায়হানের মৃতদেহ দেখতে পান। এ-মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি মহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার হাজারো লোকজন ঘটনাস্থল মাঠের জমিতে এক নজর দেখার জন্য ছুটে আসেন তাদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। এঘটনায় কৃষক মাইনুল জানান, রায়হান ট্রাক্টর দিয়ে আমার জমি চাষ করছিলো সে সময় আমি ও আমার স্ত্রী পাশের জমিতে ছিলাম এছাড়া রায়হানের ছোট ভাইও জমির পাশে দাঁড়িয়ে ছিলো এক পর্যায়ে সব্দ পেয়ে পেছনে ট্রাক্টরের দিকে তাকিয়ে দেখি ট্রাক্টরের উপর চালক রায়হান নেই এসময় তার তার ছোট ভাইও কিছু বলতে পারছিলনা জন্য ট্রাক্টরের কাছে গিয়ে দেখি চালক রায়হানের ক্ষত-বিক্ষত মৃতদেহ পরে রয়েছে।