মো: গোলাম রব্বানী তালুকদার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :প্রেমের টানে নরসিংদী থেকে ছুটে এসে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম প্রেমিককে বিয়ে করেছেন স্বর্ণালী রানী বর্মন (১৮) নামের এক তরুণী।
জানা গেছে, স্বর্ণালী রানী বর্মন সম্প্রতি বগুড়া নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর শরিয়ত অনুযায়ী তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা (নেহা)।
তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের শ্রী রঞ্জন চন্দ্র বর্মন ও স্মৃতি রানী বর্মনের কন্যা।
ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বুজরুক শোকড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাদত হোসেন (২২)-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দেনমোহরে বিবাহ করেন।
এ বিষয়ে আয়েশা সিদ্দিকা নেহা (স্বর্ণালী রানী বর্মন) বলেন,
“আমাদের দীর্ঘ দিনের ভালোবাসাকে অটুট রাখতে আমি স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। শরীয়তের বিধি অনুযায়ী আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং সুখে শান্তিতে সংসার করছি।”