জগনণের কণ্ঠ.কম প্রতিনিধি
চাকুরী প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ তিন দিন ধরে রাজু ভাস্কর্যে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। এনসিপি’র পক্ষ থেকে সংহতি জানাতে গিয়েছিলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন মজুমদার এবং পেশাজীবী সংগঠকবৃন্দ। তাদের দাবির মধ্যে রয়েছে-
১। স্নাতক প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা ও প্রতবন্ধিতার ধরন অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ।
২। অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন।
৩। পিএইচটি সেন্টার সমূহের শুন্য পদে দৃষ্টি প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের নিয়োগের ব্যবস্থা।
৪। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির বয়সসীমা ৩৫ করা।
৫। অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে সরকারি চাকরির পরীক্ষায় ২% স্বতন্ত্র প্রতিবন্ধী ব্যক্তি কোটা সংরক্ষণ।