Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছেলে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূল বিএনপির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি শিক্ষিত, যোগ্য ও তরুণ নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে ইনশাআল্লাহ শেরপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
অন্যদিকে, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। ফাহিম চৌধুরী প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর যোগ্য উত্তরসূরি। তিনি দলের প্রতি নিবেদিতপ্রাণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ধানের শীষের পক্ষে জয় এনে দেবো ইনশাআল্লাহ।”
দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী বলেন, “কেন্দ্র ঘোষিত মনোনয়নে আমাকে শেরপুর-২ আসন থেকে প্রার্থী করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিএনপির সকল নেতা-কর্মী ও জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া বার্তায় আরও লেখেন, “শোকর আলহামদুলিল্লাহ। নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সকল নেতাকর্মীকে অনুরোধ করছি—আপনারা সবাই শান্ত থাকবেন, কেউ উল্লাস প্রকাশ করবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলার সঙ্গে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন করবো। আগামীকাল নকলাতে ফিরে আপনাদের সঙ্গে দেখা করবো।”
মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার এবং তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।