বগুড়ায় বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী শামিমা আক্তার (৩০) ও শ্যালক বিপুল (৩৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য মিলেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শামিমা আক্তার বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শাহীনুর রহমান তালুকদারের মেয়ে। অপর আসামি বিপুল একই ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে।
বুধবার (৫ নভেম্বর) সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জু এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়—পারিবারিক বিরোধ ও অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে জহুরুলকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের দিন রাতে কোনো এক সময় জহুরুলকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরে তার বাড়ির সামনে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ।
ঘটনার পর নিহতের মামা এবং আসামি শামিমার বাবা শাহীনুর রহমান তালুকদার বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ।