মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-
গৌরব ও সাফল্যের আরেকটি অধ্যায় যুক্ত হলো বগুড়ার শিক্ষাঙ্গনে। ৪৯তম (স্পেশাল) বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন বগুড়ার মেধাবী শিক্ষার্থী ফয়সাল হাসান। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
ফয়সাল হাসান শিক্ষাজীবন থেকেই ছিলেন পরিশ্রমী ও মনোযোগী। নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস এবং পরিবারের উৎসাহে তিনি এই সাফল্য অর্জন করেছেন। তাঁর এ অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
ফয়সাল জানান, বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে ধৈর্য, অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই সরকারি চাকরিতে যোগ দিয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্নের একটি ধাপ অতিক্রম করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।”
সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের শিক্ষকরা ফয়সালের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা বলেন, নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও অধ্যবসায়ের মেলবন্ধনই ফয়সালের এই অর্জনের মূল চাবিকাঠি।
ফয়সাল ভবিষ্যতে একজন দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে দেশের উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর এ অর্জন বগুড়ার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।