মো: গোলাম রব্বানী তালুকদার,বগুড়া:-শত বছর ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী নবান্নের মেলা। একদিনব্যাপী এই বিশেষ আয়োজন স্থানীয়ভাবে পরিচিত ‘জামাই শ্বশুরের খেলা’ হিসেবে। নতুন ধানের নবান্ন ও বড় মাছের কেনাবেচাকে ঘিরে গড়ে ওঠা এই মেলাই এখন এলাকায় উৎসবের অন্য নাম।
নবান্নের হাটে এবারও দেখা মিলেছে বিশালাকারের মাছের মহাসমাহার। হাটজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ২০ থেকে ৩০ কেজি ওজনের রুই, কাতলা, ব্ল্যাক কার্পসহ নানা প্রজাতির বিরল ও বড় মাছ। সকাল থেকেই উৎসুক মানুষের ঢল নামতে থাকে হাটে; মাছের চেহারা দেখতেই মানুষের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না।
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র একদিনেই এখানে ১ কোটি টাকারও বেশি মূল্যের মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্রেতাদের মুখে তৃপ্তির হাসি, ক্রেতাদের মাঝে উৎসবের উচ্ছ্বাস—সব মিলিয়ে উথলী বাজার পরিণত হয়েছে এক অনন্য নবান্ন উৎসবে।