বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ির টিম বিশেষ মাদকবিরোধী চেকপোস্ট অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের রহবল ওভারব্রিজ এলাকার জনৈক বকুল হোসেনের বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় সন্দেহভাজন যাত্রী মোঃ মীর হোসেন ওরফে মিলন (৪২)-এর কাছে একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিলন বগুড়া সদর উপজেলার ঢল মোহনী পূর্ব পাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে বাসগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় মিলনের আচরণ সন্দেহজনক মনে হলে তার ব্যাগ খোলা হয় এবং সেখান থেকেই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।