মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-বগুড়ার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৪২ বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ এক বাসযাত্রীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
২০ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে রংপুর থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন এক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪২ বোতল ইস্কাফ উদ্ধার করে পুলিশ। এসময় আটক করা হয় মো. মফিজুল ইসলাম (৩০), যিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার উত্তর সরকারটারী গোপালপুর এলাকার বাসিন্দা।
তল্লাশি ও গ্রেফতারের পর তাকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়। উদ্ধারকৃত ইস্কাফের বোতলগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।