মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-
বগুড়া শহরের রেলওয়ে স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বগুড়ার সেউজগাড়ী পানির ট্যাংকির রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জোনাল অফিসের সামনে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুল ওয়াহাব (৪০)। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা কাহালু উপজেলার যোগীর ভবন এলাকায়।
ডিবি পুলিশ জানায়, ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আব্দুল ওয়াহাব উক্ত স্থানে অবস্থান করছে—এমন সংবাদ পেয়ে এসআই শামীমের নেতৃত্বে একটি টিম সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দখলে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে নীল রঙের প্লাস্টিকের ঝুড়ির ভেতরে কাঁচা সুপারির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আব্দুল ওয়াহাব দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককালে দৌড়ে পালানোর চেষ্টায় সড়কে পড়ে গিয়ে তিনি সামান্য আহত হন। পরে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।