মোঃ গোলাম রব্বানী তালুকদার:-বগুড়ার শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে আত্মপ্রকাশ করা আল ফুরকান ইসলামী একাডেমী তার প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে আজ। প্রতিষ্ঠার মাত্র এক বছরেই একাডেমীটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের আস্থা অর্জন করায় এই উপলক্ষকে কেন্দ্র করে আয়োজিত হয় এক প্রাণবন্ত অভিভাবক ও সুধী সমাবেশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত পরিচালক জনাব বেনজীর আহম্মদ স্যার এবং বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব রমজান আলী আকন্দ স্যার। অতিথিবৃন্দ উদ্বোধনী মুহূর্তে একাডেমীর শিক্ষাগত অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (ইউকে) জনাব এ.কে.এম ফজলুল হক স্যার,অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত কো-অর্ডিনেটর জনাব হাসেমুজ্জান স্যার,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব ডা. এ.এস.এম সাদিকুল ইসলাম স্যার,শিবগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা মাহবুবে রফিক স্যার,আল ফুরকান ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সোহেল রানা,
প্রধান শিক্ষক জনাব মুফতি মিনহাজুল ইসলামসহ শিক্ষা ও সমাজসেবামূলক অঙ্গনের আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ ছিল উৎসাহ-উদ্দীপনায় মুখরিত। অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, হামদ-নাত ও বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী উপস্থাপন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ভর করে তার নৈতিকতা, মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের ওপর। আল ফুরকান ইসলামী একাডেমী সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে—এই অল্প সময়ে যে সুনাম অর্জন করেছে তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে দেশ, সমাজ ও শিক্ষার্থীদের উত্তম ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রথম বর্ষপূর্তির এ আয়োজন একাডেমীর পথচলায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে সবার অভিমত।