মো: গোলাম রব্বানী তালুকদার,বগুড়া:-
বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—সাদিয়া বেগম (২৮) এবং তার দুই শিশু সন্তান—পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাশের ঘর থেকে দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। কিছু দূরেই ঘরের ভেতরে সাদিয়া বেগমের ঝুলন্ত মরদেহ চোখে পড়ে। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও শোকের ছায়া।
নিহত সাদিয়া বেগম পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। ছয় বছর আগে তার বিয়ে হয় একই উপজেলার খলিশাকান্দি গ্রামের সেনা সদস্য শহীদাত হোসেন কাজলের সঙ্গে।
খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী সেনা সদস্য কাজলকে পুলিশ হেফাজতে নিয়েছে।
শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস। স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”