জেএসসির ২৫,এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল।

সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ ও এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে বলে -আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

Sep 11, 2024 - 19:27
Sep 11, 2024 - 19:57
 0  28
জেএসসির ২৫,এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল।

মো. সাইদুর রহমান সোহাগ( ঢাকা জেলা প্রতিনিধি)

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪। 

আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন,কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ছয়টি পরীক্ষা বাতিল করা হয়। এসব পরীক্ষার ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে।অর্থাৎ জেএসসি এবং এসএসসি সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বর গড় করে এইচএসসি ফল তৈরি হবে।যেমন- কোন একটি বিষয়ে জেএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে সেখান থেকে ২৫ এবং একই বিষয়ে এসএসসিতে ১০০ নম্বর পেয়ে থাকলে ৭৫ নম্বর নেয়া হবে।এ দুটি নম্বর যোগ করলে এইচএসসিতে ঔ বিষয় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে ১০০।এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের সময় পরীক্ষা পদ্ধতি বাতিল করা হয়।পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়।চলতি বছরের এইচএসসির ফল সেই পদ্ধতিতে তৈরি করা হবে।তবে জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow