নন্নীতে যুবদল নেতা শাহিন আলমের জন্মদিন উদযাপন

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নে নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলমের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নন্নী ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মাহবুবুর রহমান রিটন, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি হাসানুজ্জামান লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা রাসেল সরকার, রুবেল, রবিউল, মাহবুব এবং ছাত্রদল নেতা বাবু ও রাহিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মদিনটি উদযাপন করা হয়।
What's Your Reaction?






