jonogonerkontho.com অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক হলেন তাওহিদুজ্জামান (রোমান)

jonogonerkontho.com অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক হলেন তাওহিদুজ্জামান (রোমান)

Sep 14, 2024 - 12:40
Sep 15, 2024 - 12:40
 0  54
jonogonerkontho.com অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক হলেন তাওহিদুজ্জামান (রোমান)

জনগণের কন্ঠ.কম অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অত্র পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি তাওহিদুজ্জামান (রোমান)।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) jonogonerkonto.com অনলাইন পত্রিকার প্রধান সম্পাদক মো. সাদিকুল ইসলাম (সাদিক) স্যার শেরপুর জেলা প্রতিনিধি তাওহিদুজ্জামান (রোমান) কে পদোন্নতি দিয়ে বার্তা সম্পাদক হিসেবে মনোনীত করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে রোমান বলেন, "এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করতে এবং পত্রিকার উন্নয়ন ও মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।"

তিনি আরো বলেন, "প্রথমেই মহান আল্লাহ তা'য়ালার কাছে অসীম শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় সাদিক স্যারের প্রতি, যিনি অতি অল্প সময়ের মধ্যেই আমাকে জনগণের কন্ঠ.কম অনলাইন পত্রিকার 'বার্তা সম্পাদক' হিসেবে মনোনীত করেছেন। স্যারের সার্বক্ষণিক দিকনির্দেশনা, উৎসাহ, অনুপ্রেরণা ও উদারতায় আমি গভীরভাবে বিমোহিত। জনগণের কন্ঠ পরিবারের সকল সিনিয়র রিপোর্টারবৃন্দের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

"বার্তা সম্পাদক বলেন, "সম্মানিত সিনিয়র রিপোর্টারবৃন্দের উদ্দেশ্যে আমি জানাতে চাই, আমার উপর অর্পিত দায়িত্বে আমি আপনাদের কাছে দায়বদ্ধ। যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য। যদি কোনো বিষয়ে আমার বুঝতে অসুবিধা হয়, তবে আমি প্রধান সম্পাদক শ্রদ্ধেয় সাদিক স্যারের পরামর্শ নেব। ইনশাআল্লাহ, স্যার চূড়ান্তভাবে সকল সমস্যার সমাধান করবেন।"

তিনি আরো বলেন, "জনগণের কন্ঠ পরিবারের প্রধান সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক এবং সিনিয়র রিপোর্টারবৃন্দের প্রতি বিনীত অনুরোধ করছি, দায়িত্ব পরিচালনায় যদি আমার কোনো ধরনের অবহেলা বা ভুল-ত্রুটি আপনাদের নজরে আসে, তবে সরাসরি আমাকে অবহিত করবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।"

প্রধান সম্পাদক মো. সাদিকুল ইসলাম (সাদিক) স্যার জানান, "তাওহিদুজ্জামান (রোমান) এর মেধা ও প্রতিশ্রুতি তাকে এই পদে মনোনীত করার পেছনে প্রধান কারণ। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে পত্রিকা নতুন উচ্চতায় পৌঁছাবে।"

এই পদোন্নতির মাধ্যমে jonogonerkonto.com পত্রিকা আরও শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow