বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলাও ভাংচুর
ভোলা-চরফ্যাশন আহাম্মদপুর ইউনিয়ন।
উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে। হামলায় গৃহকর্তা ইয়ামিন মীরসহ ৪জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে। মঙ্গল বার(১৭ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে সংবাদকর্মীদের ডেকে চিকিৎসাধীন ইয়ামিন মীর তার বসত বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ করেন। চিকিৎসাধীন ইয়ামিন মীর ও আল আমিন মীর অভিযোগ করে বলেন, তাদের এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নিরবের নেতৃত্বে জাবেদ, জাহিদ, বিপ্লব কালু, হাছান বাবু, মনির ও নাসিম প্রথমে হাজির হাট বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলায় থাই গ্লাস এবং আসবাবপত্র ভাংচুর করে। এসময় আল আমিন মীর,রফিক মাষ্টার ও রিয়াজ মীর বাঁধা দিলে তারা রিয়াজ মীরকে লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। ইউনিয়ন বিএনপি নেতা বাবলু মাষ্টার রিয়াজ মীরকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এঘটনার আধা ঘন্টা পর হামলাকারীরা ৩০-৩৫ জনের লাঠিয়াল ও গুন্ডা বাহিনীর একটি মিছিল নিয়ে এসে ফের ইয়ামিন মীরকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে বলে ভুক্তভোগীরা কান্ঠা কন্ঠে অভিযোগ করেন। হামলাকারীদের মধ্যে জাবেদ, বিপ্লব ও জাহিদ নামের চিহ্নিত তিন সন্ত্রাসীকে চিনেন বলে ইয়ামিন মীর জানান।
মো:শাহিন/জনগনের কণ্ঠ. কম
What's Your Reaction?