এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে কবিতা

এনটিআরসিএ ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে কবিতা

Aug 12, 2024 - 20:13
 0  142
এনটিআরসিএ  ৫ম গণবিজ্ঞপ্তি নিয়ে কবিতা
তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো
সাইমুম হাবিব
আসবেই যদি
অনেক আগেই আসতে পারতে!
বাবা দেখে যেতে পারতো তোমাকে
মা দেখে যেতে পারতো তোমাকে........
আমার শত কষ্টেও
মুখে হাসি দেখতে এসে.......!
সবাই বলতো-সাবাস,
দুর্দিনে লড়াই করে
ফসলের জমি চাষ করে
বৃষ্টিতে ভিজে
রৌদ্রে পুঁড়ে
স্বপ্ন জয়ে দুর্গম গিরিপথ পার হয়ে এসেছে!
কিন্তু না- খুব বেশি বজ্রপাতে
নিষ্ঠুরতার যাঁতাকলে
ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে........
অথচ আজ তোমার আগমনে
নেই বাবা
দুখিনী মা আর
আমার মুখের হাসি।
কারণ
তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো!
লেখক
সাইমুম হাবিব স্যার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow