দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
তরিকুল ইসলাম (বিশেষ প্রতিনিধি): প্রাথমিক সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার কমলাপুর পিটিআইতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিটিপিটি প্রশিক্ষণরত শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, প্রাথমিক শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়ন ছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, “প্রাথমিক শিক্ষকরাই ভবিষ্যৎ বাংলাদেশের স্থপতি। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না।”
তাঁরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যেন শিক্ষকদের এই যৌক্তিক দাবি পূরণ করা হয়।
What's Your Reaction?