অজ্ঞাত তরুণীর লাশের সন্ধান অবশেষে পাওয়া গেছে

আনোয়ার উল্লাহ শরিফ

Sep 26, 2024 - 07:35
Sep 26, 2024 - 07:40
 0  23
অজ্ঞাত তরুণীর লাশের সন্ধান অবশেষে পাওয়া গেছে

জনগণের কন্ঠ প্রতিনিধি

চরফ্যাশন বেতুয়া নদীর তীরে প্রশান্তি পার্কের নিচে পাওয়া  অজ্ঞাত তরুণীর লাশের সন্ধান পাওয়া গেছে। নাম জোসনা আক্তার (১৮)। সে চরফ্যাশন উপজেলাধীন হাজারীগঞ্জ ৯ নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং হাজারিগঞ্জ ১ নং ওয়ার্ডের নুর আলমের ছেলে রাকিবের স্ত্রী।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বেতুয়া নদির তীরে প্রশান্তি পার্কে  জিও ব্যাগের উপরে একটি মেয়ের লাশ পাওয়া যায়। নদীর স্রোতে ভেসে বেতুয়া নদীর তীরে জিও ব্যাগের উপরে ওঠে পরে। স্থানীয় লোকেরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। চরফ্যাশন থানা পুলিশ মরদেহ উদ্ধার করলেও লাশের সন্ধান পাওয়া যায়নি। তরুনীর মরদেহটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মা কুলসুম বেগমসহ পরিবারের লোকেরা সন্ধ্যায় থানায় এসে লাশ শনাক্ত করে।

কুসুম বেগম জানান, ১৫ সেপ্টেম্বর মানিক নামের একটি ছেলের সঙ্গে প্রেমের ফাঁদে পড়ে দুপুরে বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে ফোন করে জানায় সে মানিকের সঙ্গে লঞ্চে ঢাকায় যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর (সোমবার) মানিক ফোন করে জানায় আপনার মেয়েকে দেশে পাঠাবো টাকা নেই বিকাশে টাকা পাঠান। অবশেষে আমি প্রতিবেশীর কাছ থেকে ধার করে টাকা পাঠাই। মঙ্গলবার সকালে মানিক ফোন করে জানায় আপনার মেয়ে সদরঘাট হারিয়ে গেছে তাকে খুঁজে পাচ্ছি না।

ওসি রিপন কুমার সাহা জানান, পোস্টমটাম হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত মূল রহস্য জানা যাবে।

জনগণের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow