নালিতাবাড়ীতে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন
তাওহিদুজ্জামান রোমান
বার্তা সম্পাদক, জনগণের কন্ঠ.কম
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় প্রশাসন ও দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন এবং বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বিএনপির ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার মাঠে উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর নেতৃত্বে এই সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. আনোয়ার হোসেন ভিপি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। তিনি অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নূরুল আমিন গত ২৮ অক্টোবর ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবিতে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বিএনপির কিছু নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার এই বক্তব্য দলীয় শৃঙ্খলাবিরোধী এবং গঠনতন্ত্রের পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানানো হয়েছে।
হাবিবুর রহমান লিটন আরও বলেন, "আমরা বিএনপির বৃহৎ অংশ ঐক্যবদ্ধ আছি। নূরুল আমিন কোনো মুখপাত্র নন এবং তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই এবং ইতোমধ্যে বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবগত করা হয়েছে।"
অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ নূরুল আমিন তার পূর্বের বক্তব্যের সাথে একমত পোষণ করে আজকের সংবাদ সম্মেলনকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি, দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মো. কাঞ্চন, মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মেম্বার, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
What's Your Reaction?