হতাশায় দিন কাটছে নিহত নবীনুরের স্ত্রী ও পরিবারের
স্বামী হত্যার বিচার চান নবীনুরের স্ত্রী ও পরিবার

মো: ফারুক আহম্মেদ, সাভার প্রতিনিধি: বৈষম্যবিরধী কোটা সংস্কার আন্দোলনকালে গত ২০ জুলাই, ২০২৪খ্রি: ঢাকার সাভার, ওয়াবদা রোডে গুলবিদ্ধ হন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মো: নবীনূর মোড়ল(৪৭) নামে এক পথচারী। নবীনূরের স্ত্রী আকলিমা বেগম জানান গত ২০ জুলাই কোটা সংস্কার ছাত্রদের আন্দোলন চলাকালে নিহত ব্যক্তির বড় মেয়েকে দেখতে সন্ধার আগমূহুর্তে সাভার সুপার হসপিটালে যাচ্ছিলেন নবীনূর হঠাৎ পুলিশ এসে সাধারণ জনগন ও অন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ারসেল ছুরলে ঘটনা স্থানে নবীনুরসহ দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এতে নবীনূরের পেটের বামপাশে ফুসফুস বরাবর গুলি লাগলে গুলভেদ হয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে এনাম মেডিকে কলেজ হাসপাতালে নিয়ে গেলে ২১ জুলাই সকাল ৮টায় সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নবীনুরের স্থায়ী ঠিকানা খুলনা পাইগাছা উপলেজার শ্রীকন্ঠপুর গ্রামে তাকে দাফন দেওয়া হয়। তিনি সাভারে বনপুকুর এলাকার ভাড়াটিয়া। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে সহ চার জন সদস্য তার কোন ছেলে সন্তান নাই। নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন বড় মেয়েকে বিবাহ দিয়েছে অনেক ধার দেনা করে মেয়ে সুপার হাসপাতালে চাকরি করতেন মেয়েকে দেখতে যাওয়া তার জন্য কাল হয়ে গেলো। এখন তারপরিবারে উপার্জন করারমতো আর কেউ নাই। ছোট মেয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি অনেকের কাছে সাহায্য চেয়েও সাহায্য পায়নি অনেকেই তাকে আশ্বাস দিলেও মেলেনি কোন কাঙ্খীত সাহায্য। তিনি অন্তবর্তীকালীন সরকারের কাছে তার স্বামী হত্যার বিচার ও আর্থিক সাহায্য দাবি করেছে।
What's Your Reaction?






