বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা) ভোলার চরফ্যাশন উপজেলায় বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ রোজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় ২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। জানা যায়, চরফ্যাশন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ১২হাজার ৩২০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে এ সার-বীজ বিতরণ করা হয়। আজ চরফ্যাশন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস প্রশিক্ষণ হলরুমে তাদের মাঝে বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি,সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত,সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান,কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান,প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.রহমত উল্লাহ খাদ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা যায়, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিঘা প্রতি জমির জন্য কৃষক পর্যায়ে গম ২০ কেজি, ভূট্টা ২ কেজি, সরিষা ১ কেজি, সূর্যমুখী ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি, পেঁয়াজ ১ কেজি, মসুর ৫ কেজি, খেসারী ৮ কেজি মুগ ৫ কেজি,ফেলন ৭ কেজি এবং ডিএপি সার ১০ থেকে ২০ কেজি এমওপি সার ৬থেকে ১০ কেজি করে বিনামূল্যে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Dec 4, 2024 - 10:10
 0  1
বিনামূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow