সনাতনী হিন্দুদের ধর্ম মন্দিরে হামলা ও ভাঙচুর
নাজমুল হুদা,গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মহাশ্মশান কালী মন্দিরে হামলা ও ভাঙচুর করে একদল দুর্বৃত্তকারী।
প্রত্যক্ষদর্শী জানান আজ শুক্রবার সকালে আনুমানিক দশটার দিকে প্রায় ৫০ জনের অধিক একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে মন্দিরের প্রাচীর ভেঙে মন্দিরে হামলা ও ভাঙচুর করে।এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় মন্দিরের অসংখ্য ভক্ত ও অনুরাগীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন ভক্ত ও অনুরাগী আহত হয়।
এতে করে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা জানায়।
স্থানীয় সনাতনী ধর্মীয় নেতারা এই নেককারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি দ্রুত দোষীদের বিচারের আওতায় আনা হবে।
What's Your Reaction?