কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গুলিবর্ষণ
০২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১৯ মাঘ ১৪৩১ | ২ শা'বান ১৪৪৬
মো; সাইদুল ইসলাম(জেলা প্রতিনিধি, কুষ্টিয়া)
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলিবর্ষণের সময় কার্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাবুর রহমান এবং কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান গুলিবর্ষণের বিষয়টি নিশ্চত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টা থেকে কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি করে আবার ওইদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
What's Your Reaction?