শিক্ষার্থীদের ৬ দফা মেনে নিল কক্সবাজার সিটি কলেজ

শিক্ষার্থীদের ৬ দফা মেনে নিল কক্সবাজার সিটি কলেজ

Sep 2, 2024 - 03:54
 0  88
শিক্ষার্থীদের ৬ দফা মেনে নিল কক্সবাজার সিটি কলেজ

শিক্ষার্থীদের ৬ দফা মেনে নিল কক্সবাজার সিটি কলেজ

✒️শহিদুল ইসলাম (কক্সবাজার জেলা প্রতিনিধি);

কক্সবাজার সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যুক্তিক ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৮.০৮.২৪ইং তারিখে সাধারণ শিক্ষার্থীরা মাননীয় অধ্যক্ষ বরাবর আবেদন পত্র প্রদান করেন।

৬ দফা দাবি গুলো:

০১. অনার্স/ডিগ্রির মাসিক বেতন ৫০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাসিক বেতন ৪০০ টাকা করতে হবে।

০২. একাডেমিক সকল সনদ পত্র প্রদানে কোন অর্থ নেওয়া যাবে না।

০৩. কলেজ জাতীয়করণে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

০৪. ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

০৫. তথ্য সেবা কেন্দ্র চালু করতে হবে।

০৬. কর্মচারী এবং বহিরাগত কর্তৃক ছাত্র-ছাত্রীদের হয়রানি রোধে আইনি পদক্ষেপ এবং শাস্তি বাস্তবায়ন করতে হবে।

 মাননীয় অধ্যক্ষ মহোদয় তার মধ্যে ৫ম ও ৬ষ্ঠ দাবীর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সম্মত হন।

১ম ও ২য় দাবীর পূরণে প্রতিষ্ঠান পরিচালনা বোর্ড এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাচঁ সদস্যবিশিষ্ট শিক্ষক কমিটির ঘোষণা দেন। 

 পাচঁ কর্ম দিবসের মধ্যে আর্থিক রিপোর্ট সাবমিট করতে বলেন এবং দশ কার্য দিবস পর যে পরিচালনা বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে উক্ত সভায় অধ্যক্ষ মহোদয় এই বিষয় সমূহ উপস্থাপনপূর্বক- প্রতিষ্ঠান কমিটি কর্তৃক গৃহীত হলে নোটিশ জারি করবেন বলেন। এবং ৩য় ও ৪র্থ দাবীগুলো অফিসিয়াল ও আইনি জঠিলতার কারণে ব্যর্থতা প্রকাশ করেন।

৩য় দাবীতে কিছু আইনি জঠিলতা রয়েছে যা সরকার প্রশাসনের মাধ্যমে কার্যকর করা যাবে তাই এর জন্যে 

সাধারণ শিক্ষার্থী কর্তৃক সরকার প্রশাসনের নিকট আবেদন করা হবে এবং ৪র্থ দাবী নিয়ে রাজনৈতিক বিতার্কিক পরিবেশ সৃষ্টি হতে পারে তাই এ নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গৃহীত হবে জানান।

সরকার কর্তৃক কলেজের কলেজের গভর্ণিং বডি ভেঙ্গে দেওয়ায় কারণে মিটিং অনুষ্টিত হয় নাই এবং মিটিং না হওয়ায় মাননীয় অধ্যক্ষ মহোদয় নোটিশ জারি করতে ব্যর্থ হয়। তারই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী অদ্য ০১.০৯.২৪ ইং তারিখে পূনরায় কলেজ মাঠে আন্দোলন করেন।

আন্দোলন চলাকালীন সময়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় সহ বেশ কয়েক জন শিক্ষক উপস্থিত হয়ে আন্দোলন রত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং কিছুক্ষণ পরে এক বিবৃতিতে বলেন 

"ছাত্রদের ছয় দফা দাবির সাথে আমিসহ সকল শিক্ষক সংহতি প্রকাশ করছে।

যেহেতু বর্তমানে গভর্ণিং বডির কোন কমিটি নাই, তাই আগামীতে গঠিতব্য এক কমিটির ১ম সভায় ছাত্রদের দাবীসমূহ অনুমোদনের জন্য উদ্যোগ নেয়া হবে"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow