নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আলোচনায় মাকসিম, পাশে পাচ্ছেন সাধারণ মানুষ

Mar 24, 2025 - 13:19
Mar 24, 2025 - 14:48
 0  27
নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আলোচনায় মাকসিম, পাশে পাচ্ছেন সাধারণ মানুষ

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম। দীর্ঘদিন ধরে তিনি পৌরসভার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন, যা তাকে জনসেবায় নিবেদিত এক নেতায় পরিণত করেছে।

রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা ও দুঃসময়ে দলের প্রতি একনিষ্ঠতা তাকে স্থানীয় পর্যায়ে সুপরিচিত করেছে। আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তিনি জনসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নাগরিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থেকে তিনি নালিতাবাড়ী পৌরসভাকে আধুনিক ও উন্নত রূপ দেওয়ার পরিকল্পনা উপস্থাপন করছেন।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহাগ আহমেদ বলেন, "গোলাম কিবরিয়া মাকসিম শুধু একজন রাজনীতিক নন, তিনি মানবিকও। বিপদে পড়লে কাউকে তাকে ডাকতে হয় না, তিনি নিজেই এগিয়ে আসেন। সত্যিকারের জননেতা এমনই হন। আমরা বিশ্বাস করি, তিনি মেয়র নির্বাচিত হলে নালিতাবাড়ী পৌরসভা একটি মডেল পৌরসভায় পরিণত হবে।"

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসেবামূলক কার্যক্রম ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে গোলাম কিবরিয়া মাকসিম আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। তবে দলীয় মনোনয়ন ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর নির্বাচনী পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের সকল পৌরসভার মেয়র পদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নতুন নির্বাচনের ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে দেশবাসী ও সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow