নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসেনের ঈদ শুভেচ্ছা

শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবদল নেতা ফারুক হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নন্নী ইউনিয়নবাসীসহ সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি একে অপরের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নেওয়ার দিন। আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করি।”
তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। নন্নী ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থেকে তাদের সেবা করাই আমার লক্ষ্য।"
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, এই ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
ঈদ মোবারক!
What's Your Reaction?






