উল্লাপাড়ায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি মাও রফিকুল ইসলাম খান।

Apr 1, 2025 - 17:48
 0  28
উল্লাপাড়ায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি মাও রফিকুল ইসলাম খান।
1 / 1

1. উল্লাপাড়ায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি মাও রফিকুল ইসলাম খান।

মোঃ ইমরান হোসেন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি। 
০১/০৪/২০২৫ ইং
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ০১/০৪/২০২৫ ইং মঙ্গলবার বিকাল ২.০০ টায় অনুষ্ঠিত  ঈদ পূর্নমিলনী  অনুষ্ঠানে শিবিরের সাবেক দায়িত্বশীল ( সাথী প্রার্থী, সাথী, সদস্য প্রার্থী ও সদস্য গণ উপস্থিত হয়।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন, উল্লাপাড়া থানা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উল্লাপাড়া থানা জাময়াতের অফিস সম্পাদক জনাব, মোঃ আব্দুল বারী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাময়াত ইসলামের কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল মাও রফিকুল ইসলাম খান। 
এছাড়াও বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব, মাও নূর মোহাম্মদ মন্ডল সহ আরো জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর নেতৃবৃন্দ ও বর্তমান উল্লাপাড়া পাঁচটি থানা শাখার সভাপতি গণ। 
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহঃ এটর্নি জেনারেল অ্যাডঃ আসাদ উদ্দিন বলেন, মাও রফিকুল ইসলাম খান কে জালিম সরকার অন্যায়ভাবে হাতকড়া ও ডান্ডা বেরি পড়িয়েছেন, তার কোন অপরাধ ছিলো না, আইনকে উপেক্ষা করে তারা ইচ্ছা মতো যাকে ইচ্ছা জেলে ঢুকিয়ে দিতেন।আর ও বিভিন্ন অ্যাডভোকেট বৃন্দও বক্তব্য রেখেছেন।
অনুষ্ঠানটি হয় উল্লাপাড়ার প্রাণ কেন্দ্র সরকারি আকবর আলী কলেজ মাঠে। এতে প্রায় আট থেকে এক হাজার  জন উপস্থিত হয়েছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow