গ্রাম অঞ্চলেও গরুর গোস্তের দাম ৮০০ টাকা কেজি।

Apr 4, 2025 - 07:21
 0  8
 গ্রাম অঞ্চলেও  গরুর গোস্তের দাম ৮০০ টাকা কেজি।
1 / 1

1. গ্রাম অঞ্চলেও গরুর গোস্তের দাম ৮০০ টাকা কেজি।

মোঃ ইমরান হোসেন 
উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে আজ (০৪/০৪/২০২৫ ইং) শুক্রবার  গরুর গোস্তের দাম ৮০০ টাকা কেজি। এর আগে ৭৫০ টাকা কেজি বিক্রি করলেও ঈদ পরবর্তী সময়ে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। গরুর গোস্ত ব্যবসায়ী  ক্যামা কসাই বলেন, এখন ৮০০ টাকা কমে হবে না, অন্য আরো দোকানেও একই দামে বিক্রি করছেন গোস্ত বিক্রেতা।
গোস্ত ক্রেতা মোঃ ইমরান হোসেন  ৩ কেজি গোস্ত কেনার নিয়ত করে গেলেও অবশেষে ২ কেজি গোস্ত নিয়েই বাড়িতে আসেন। বেশির ভাগ ক্রেতাই যেটা আইডিয়া করেছেন, তার চেয়ে বেশি দাম নিচ্ছেন বলে, মাংস কম করে কিনে নিয়ে যাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow