নেশাগ্রস্ত পুত্রকে গলা কেটে হত্যা, খুনি পিতার আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি

Apr 30, 2025 - 13:14
 0  4
নেশাগ্রস্ত পুত্রকে গলা কেটে হত্যা, খুনি পিতার আত্মসমর্পণ

গাজীপুর শ্রীপুরের পহলাদপুর ইউনিয়নের গতকাল রাত্র তিনটার সময় পিতার হাতে খুনের শিকার হয় নেশাগ্রস্ত পুত্র। পুত্রকে হত্যা করে খুনি পিতা থানায় এসে আত্মসমর্পণ করে।

 পিতা জানায় আমার ছেলে বিভিন্ন সময় নেশার টাকার জন্য পরিবারে অশান্তি সৃষ্টি এবং  বিভিন্ন রকম অপকর্ম করত। আমার ছেলে মালয়েশিয়া প্রবাসী ছিল সেখান থেকে এসে মাদকাসক্ত হয়ে পড়ে। তারপর তাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা শেষে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনি।পরবর্তী সময়ে তাকে আবার মালোশিয়া পাঠাই  । সেখান থেকে ফিরে এসে আবার সে নেশাগ্রস্ত হয়ে পড়ে।এবং তার জমানো প্রায় আট থেকে দশ লক্ষ টাকা সে নেশার পিছনে নষ্ট করে ফেলে।

নেশার টাকা জোগাড়ে বাড়ির গাছপালা,স্বর্ন অলংকার,গরু ছাগল বিক্রি করে দিত।গতকাল তার নেশার টাকার জন্য অশান্তি শুরু করে। টাকা না পেয়ে সে গোয়াল ঘরে গিয়ে প্রায় এগারোটা গরুর উপরে সে অমানুষিক নির্যাতন শুরু করে। আমি তার পিতা সেখানে গিয়ে বাধা দিলে সে আমাকেও কিল ঘুসি মারতে থাকে এবং আমাকে জখম করে।

পুত্রের এরকম আচরণে আমি হতভম্ব হয়ে পড়ি, রাগে ক্ষোভে যন্ত্রনায় আমি রাত কাটাতে থাকি।তাই রাত তিনটার সময়  রান্না ঘরে থাকা বটি নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ি এবং তার গলা কেটে তাকে হত্যা করি।

শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করে এবং ছেলের লাশ উদ্ধার করে।মামলার প্রক্রিয়া চলছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow