শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে,শ্রমিক নেতা মাসুদ

জেলা প্রতিনিধি, গাজীপুর(শ্রীপুর)

May 1, 2025 - 07:31
May 1, 2025 - 07:41
 0  25
শ্রমিক বাঁচলে বাংলাদেশ বাঁচবে,শ্রমিক নেতা মাসুদ

১ মে বিশ্ব শ্রমিক দিবস।সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও এই দিনটি অতি গুরুত্বসহকারে পালন করে এদেশের শ্রমিকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। ১৮৮৬ সালের আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগের স্মরনে পালিত হয় দিনটি।সেদিন দৈনিক আটঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা আন্দোলন করলে সেখানে বোমা ও গুলি বর্ষনে হয় অনেক শ্রমিক।সে থেকে সারাবিশ্বের শ্রমিকরা এই দিনটি অতি শ্রদ্বাভরে স্মরন করে।

শ্রীপুর উপজেলা শ্রমিকদল নেতা মাসুদ রানা বলেন,শ্রমিকরা সবসময় নির্যাতিত,নিপীড়িত,অত্যাচার,জুলুম,অবহেলা,বঞ্চনার শিকার।শ্রমিকরা দেশ ও জাতির কাঠামো।তারা না থাকলে দেশের অর্থনৈতিক মেরুদন্ড বলে কিছুই থাকবে না।এখনো শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হয়নি।এখনো শ্রমিকদের চোখের জল শুকায় নাই। তাই সকলের প্রতি আহ্বান করছি, শ্রমিকদের মূল্যায়ন করুন,তাদের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করুন।তাদের বাঁচতে দিন।মনে রাখবেন আমাদের এই সোনার বাংলাদেশে এই সোনার শ্রমিক বাঁচলেই, বাংলাদেশ বাঁচবে।

শ্রমিকনেতা মাসুদ আরও বলেন,শ্রমিকদের অধিকার আদায় করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, আগামীর রাষ্টনায়ক তারেক জিয়ার নির্দেশে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে।তারই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা শ্রমিকদল বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।শ্রমিকদের স্মরনে র্যালী ও আলোচনাসভা ছাড়াও একাধিক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow